, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


রোমার পর থানচির কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতি, এলাকায় আতঙ্ক

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৪ ০২:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০২:০১:০৭ অপরাহ্ন
রোমার পর থানচির কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতি, এলাকায় আতঙ্ক
এবার বান্দরবানের রোমায় সোনালী ব্যাংকে ডাকাতির একদিন পর এবার জেলার থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুইটি গাড়িতে করে ডাকাতরা এসে ব্যাংকে প্রবেশ করে। এসময় কিছু ফাঁকা গুলির আওয়াজও পাওয়া যায়। পরে তারা ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা লুট করে নিয়েছে ডাকাতরা।

তবে, এ ঘটনায় কেউ হতাহত বা কত টাকা লুট হয়েছে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। এদিকে স্থানীয়রা ধারণা করছেন, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা এসব করতে পারে। পরপর দুই দিন এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মনে করছেন পরিকল্পনামাফিক এসব হচ্ছে

এর আগে, বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ওই শাখার ম্যানেজার নিজাম উদ্দিন ও নিরাপত্তারক্ষীকে অপহরণের পাশাপাশি প্রায় দুই কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ

ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ