, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত, সূচি প্রকাশ

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৪ ০১:২৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০১:২৬:৪৩ অপরাহ্ন
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত, সূচি প্রকাশ
চলতি মাসেই ভারতের নারী দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে। এই সংবাদ আগেই জানা গিয়েছিল। তবে এবার সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
 
আজ বুধবার ৩ এপ্রিল বিসিবি বাংলাদেশ নারী দলের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করে। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা দিবে ভারতের নারী দল। আর সিরিজ শেষে মে মাসের ১০ তারিখ দেশ ত্যাগ করবে তারা।

এদিকে অস্ট্রেলিয়ার নারী দলের সঙ্গে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ নারী দল। আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

এই সিরিজ শেষ করেই আরও এক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে নিগার-মারুফাদের। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতের নারী দল। এবছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর সেই কারণে অন্য দলগুলো বাংলাদেশে আসছে নিজেদের প্রস্তুত করতে।

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ ও ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসের ২, ৬ ও ৯ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম, ২য় ও ৫ম ম্যাচ হবে। আউটার স্টেডিয়ামে হবে ৩য় ও ৪র্থ ম্যাচ। 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ