, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সৃজিত

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৮:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৮:০২:৫৬ অপরাহ্ন
মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সৃজিত
রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সৃজিত মুখার্জীর বিচ্ছেদের সম্ভাবনার খবরে সরগরম সামাজিক মাধ্যম। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে তাদের ভেতরকার দূরত্বের খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সৃজিত। তিনি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। পরিচালক জানান, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু চাউর হয়েছে, তার কোনোরকম ভিত্তি নেই। তিনি শুটিংয়ে ব্যস্ত। তাই এসব নিয়ে মাথা ঘামাতে চান না।

এর আগে বিচ্ছেদের সম্ভবনার খবর প্রকাশের পর মিথিলা প্রতিক্রিয়া জানান। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

এর আগে একাধিকবার মিথিলা-সৃজিতের ভাঙনের গুঞ্জন উঠেছে। প্রত্যেকবার তারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবারও তাই করলেন।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

সূত্র: সংবাদ প্রতিদিন
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী