, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বুয়েটে রাজনীতির কাঠামো কী হবে জানাল ছাত্রলীগ

  • আপলোড সময় : ০২-০৪-২০২৪ ০২:২৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৪ ০২:২৪:০৮ অপরাহ্ন
বুয়েটে রাজনীতির কাঠামো কী হবে জানাল ছাত্রলীগ
এবার বুয়েটে ছাত্ররাজনীতির কাঠামো কী হবে এ বিষয়ে শিক্ষার্থী, বিশেষজ্ঞ ও দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের মতামত নেয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
 
আজ মঙ্গলবার ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 
এ সময় সাদ্দাম হোসেন বলেন, হাইকোর্টের রিটে শিক্ষার্থীদের জয় হয়েছে। এর মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে বুয়েটে ছাত্র রাজনীতি আবার ফিরে আসবে। বুয়েটে এখন ছাত্র রাজনীতি হবে আধুনিক ও স্মার্ট।

তিনি বলেন, ইমতিয়াজ রাব্বির সিট বাতিল অনিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে। তার সিট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ। সগঠনের নেতারা আরও বলেন, বুয়েটে যারা শিক্ষার্থীদের ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন