, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ঈদ উপলক্ষে এক মাসের বাড়িভাড়া মওকুফ’, ভাড়াটিয়ার পোস্ট ভাইরাল

  • আপলোড সময় : ০১-০৪-২০২৪ ০৩:২৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৪ ০৩:২৬:১৫ অপরাহ্ন
‘ঈদ উপলক্ষে এক মাসের বাড়িভাড়া মওকুফ’, ভাড়াটিয়ার পোস্ট ভাইরাল
আসন্ন ঈদ উপলক্ষে এপ্রিল মাসের ভাড়া নিচ্ছেন না বাড়িওয়ালা। চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ভাড়াটিয়াদের- এমন একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আলিমুর রহমান সুফল নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্টটি দেন। যদিও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে দুপুরের পর থেকে পোস্টটি তার টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।

এদিকে চিঠির একটি ছবিসহ পোস্টে তিনি লিখেন, ‌‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার। ঢাকা শহরে আমার এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানি না এবং শুনিনি কখনো; আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’
 
আজ দুপুর আড়াইটার দিকে প্রতিবেদন লেখার সময় পোস্টটি প্রায় তিন হাজার মানুষ শেয়ার করেছেন। অনেকেই এতে মন্তব্য করে প্রতিক্রিয়া জানান। ঈদের আগে রমজানে এমন মহানুভবতা দেখানোর জন্য বাড়িওয়ালাকে প্রশংসায় ভাসান তারা।

ছবিটি শেয়ার করে ভির সাহাবি নামে একজন লিখেছেন, ‘এই মানুষগুলোর মানসিকতা কী সুন্দর!! নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যখন জীবন যাত্রায় বাড়তি চাপ বাড়াচ্ছে এবং ঈদও আসন্ন, এমন সময় এক মাসের ভাড়া না নেয়া বা দেয়ার বিষয়টা মনে নিঃসন্দেহে বাড়তি আনন্দ যোগ করবে বৈকি। রূপালী হাউজিং কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।’

এদিকে কেফায়েত শাকিল নামে একজন সংবাদমাধ্যমকর্মী বলেন, ‘‘সেদিন টকশোতে বলেছিলাম, ‌‘ঢাকা শহরের সব বাড়িওয়ালা খারাপ নয়, তবে কতিপয় খারাপের দায় সবার ঘাড়ে যায়।’ ভালো বাড়িওয়ালার একটা উদাহরণ পেলাম।’’

ফেসবুক প্রফাইল থেকে জানা গেছে, আলিমুর রহমান মাহিম ফ্যাশন হাউজ নামে একটি প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভালপমেন্ট হিসেবে কর্মরত। তবে তার বাসাটি ঢাকার কোন এলাকায় তা স্পষ্ট করে বলা হয়নি পোস্টে। চিঠির ছবিতে শুধু ‘৬১ রুপালী হাউজিং’ উল্লেখ আছে। তবে কিছু সময় পর ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে দেয়া হয়।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর