, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মোটরসাইকেল জমা না দিলে ঈদে ছুটি মিলবে না পুলিশের

  • আপলোড সময় : ০১-০৪-২০২৪ ১২:০১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৪ ১২:০১:২৬ অপরাহ্ন
মোটরসাইকেল জমা না দিলে ঈদে ছুটি মিলবে না পুলিশের
আসন্ন ঈদুল ফিতরে পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে কড়া বিধিনিষেধ দিয়েছে সদর দফতর। লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কিংবা ব্যক্তিগত মোটরসাইকেল জমা না দিলে ঈদে ছুটিও মিলবে না।

গতকাল রবিবার ৩১ মার্চ পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।
 
এবার ঈদের সময় অনেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে নাড়ির টানে বাড়িতে যান। ফলে স্বাভাবিকের তুলনায় সড়কে গাড়ির চাপ বেশি হওয়ায় দুর্ঘটনাও বেড়ে যায়। যে কারণে গত কয়েকবছর ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চালানো নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়। এবার বিধিনিষেধের মধ্যে পড়লেন খোদ পুলিশের ওপর।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির সময় কোনো পুলিশ সদস্য হাইওয়ে বা দূরবর্তী স্থানে যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করে কোনো পুলিশ সদস্য যদি মোটরসাইকেল নিয়ে ছুটির সময় হাইওয়ে বা আন্তঃজেলায় দুর্ঘটনায় পড়েন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে পুলিশ সদর দফতর।

এদিকে পুলিশ সদর দফতরের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত নির্দেশনার তথ্য বলছে, মোটরসাইকেল ব্যবহারকারী প্রত্যেক পুলিশ সদস্যের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ছাড়া কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

এতে আরও বলা হয়, ছুটির সময় পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে। ছুটি শেষে কাজে যোগদানের পর আবার মোটরসাইকেল ইস্যু করে নিতে হবে। ব্যক্তিগত বা সরকারি মোটরসাইকেল যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া ছাড়া ছুটির আদেশ দেওয়া কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন