, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


আবার কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০৫:১৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০৫:১৫:০৪ অপরাহ্ন
আবার কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম, কাল থেকে কার্যকর
এবার প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমানো হয়েছে। নতুন দাম আগামীকাল ১ এপ্রিল থেকে কার্যকর হবে। 

আজ রবিবার ৩১ মার্চ রাষ্ট্রপতির অনুমতিক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম কমেনি। আগের মতই লিটার প্রতি ১২৬ টাকা ও ১২২ টাকাই আছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ