এবার ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ আগামীকাল থেকেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ রবিবার ৩১ মার্চ দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এদিকে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে আজ রাতেই ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ এসে পৌঁছবে। কোরবানি ঈদ পর্যন্ত নিত্যপণ্যের সমস্যা নেই, যথেষ্ট মজুদ আছে। ১লা বৈশাখ থেকে ধানের জাত অনুযায়ী চাল বিক্রি হবে।
মন্ত্রী বলেন, কিছু চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবেলায় কাজ চলছে। সারাবছর যেন এক দাম থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। ১২ মাসের পরিকল্পনা করা হচ্ছে। সবমিলে আমি সন্তুষ্ট বাজার নিম্নমুখী। অনেক পণ্যের দাম কমেছে।