, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে দেশে আসছে ভারতের ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ 

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০২:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০২:০১:১৭ অপরাহ্ন
রাতে দেশে আসছে ভারতের ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ 
আজ রবিবার রাতে ভারত থেকে দেশে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াঁজ আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, ট্রেনের মাধ্যমে এ পেঁয়াজ দেশ আসবে। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে আজ রবিবার দুপুরে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ৪০ টাকা কেজি দামে এই পেঁয়াজ ওপেন সেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি করা হবে। ট্রেনের মাধ্যমে পেঁয়াজের এই চালান দেশে আসবে।

এদিকে প্রতিমন্ত্রী দাবি করেছেন, গত কয়েকবছরের মধ্যে এ বছর বেশির ভাগ পণ্যের দাম নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে এক থেকে দুই ভাগ বেড়েছে। সয়াবিন তেলের দামও নিয়ন্ত্রণে আছে।

এ সময় আহসানুল ইসলাম টিটু বলেন, কোরবানির ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুত যথেষ্ট আছে। পয়লা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে না জাত অনুযায়ী চাল বিক্রি করা হবে বলেও সভায় জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে, গত বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ