, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড মিরপুর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০১:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০১:৫৪:১২ অপরাহ্ন
ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড মিরপুর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন
আজ ভোররাতে ঝড় হয়েছে ঢাকার অনেক এলাকায়। এই ঝড়ে ভেঙে পড়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন। হেলে পড়ে গেছে স্টেডিয়ামের বাইরের অংশে। তবে এতে আর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
 
এর আগেও একবার ভেঙেছে মিপুরের জায়ান্ট স্ক্রিন। ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালের আগে প্রচন্ড ঝড়ে পড়ে গিয়েছিল জায়ান্ট স্ক্রিন। এবার পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। তবে ইতোমধ্যেই চলছে মেরামতের কাজ।

এদিকে এই মাঠে বেলা ১২টায় অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলছে বাংলাদেশ নারী দল। পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিনের বিকল্প হিসেবে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরের জায়ান্ট স্ক্রিন সচল রাখা হয়েছে। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া