পবিত্র রমজান মাসের শেষ দশ দিন পবিত্র কাবা শরিফে ইবাদত-বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। একই সঙ্গে দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন।
আজ রবিবার ৩১ মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।
এদিকে তিনি জানান, রমজানের শেষ দশ দিন তিনি কাবার সামনে ইবাদত বন্দেগিতে থাকবেন। কাবা শরিফের ইমাম ঠিক যেখানে নামাজ পড়ান, তার পাশেই সালমান এফ রহমান অবস্থান করবেন।
তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো, ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’