, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বুয়েটে কমিটি দেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের, ঘেরাওয়েরও হুমকি

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
বুয়েটে কমিটি দেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের, ঘেরাওয়েরও হুমকি
এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীদের প্রবেশের ঘটনায় ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি বুয়েটে শিগগিরই কমিটি দেওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বুয়েট প্রশাসনকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে।

একই সঙ্গে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট অন্যায়ভাবে বাতিল করার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরও বলা হয়েছে, স্বৈরশাসক আইয়ুব খানের ১৯৬২ সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনা করার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে হবে। অন্যথায় বুয়েট ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সাদপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি

সাদপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি