, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্জন পাহাড়ে শ্রাবন্তী, ছবি ভাইরাল

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৬:২৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৬:২৩:৪১ অপরাহ্ন
নির্জন পাহাড়ে শ্রাবন্তী, ছবি ভাইরাল
নিজের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একের পর এক প্রেম, বিয়ে ও বিবাহবিচ্ছেদে তাকে নিয়ে হাসির খোরাকের চল শুরু হয়েছে। একাধিক সম্পর্কের জেরে বর্তমানে শ্রাবন্তীকে নিয়ে কম কটাক্ষ হয় না। কিন্তু তাতে অভিনেত্রী পরোয়া করেন না। নিজের মতন থাকতে ভালোবাসেন।
 
এদিকে মাঝেমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন আবার কখনও সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও ভোলেন না তিনি। বয়স বাড়লেও তিনি এখনও প্রথম দিনের মতই সুন্দরী রয়েছেন। অভিনেত্রী নিজের জীবনকে নিজের মতন করে কাটান। তাই যখনই মন চায় পাহাড় কিংবা নীল জলরাশির কাছে হাজির হয়ে যান তিনি। আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুগামীরা দেখতে পান।

আর তেমনই এমনই কিছু ছবি তাকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছে। আর সেই ছবিতে তাকে ফের নতুন এক জায়গায় দাঁড়িয়ে আনমনে চেয়ে থাকতে দেখা গিয়েছে। পাহাড়ের কোলে তিনি যেনো ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছেন। আর তারই মূহুর্ত ধরা পড়েছে ক্যামেরায়। তাকে দেখা গিয়েছে সাদা রং-এর প্যান্ট ও কালো রঙের টিশার্ট পরে প্রকৃতির দিকে আনমনে চেয়ে রয়েছেন তিনি।

এদিকে তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি একেবারে হালকা মেকাপে ধরা দিয়েছেন। তাতেই জেল্লা ফুটে উঠেছে। ছবিতে প্রতিবারের মতন তার সৌন্দর্য্য ধরা পড়েছে। আর তাই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। ইতিমধ্যে সাড়ে তিন হাজার মানুষ ছবিগুলি পছন্দ করেছেন। অনেকেই প্রশংসা করেছেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন অভিনেত্রী।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন