এবার ফেনীর সোনাগাজীতে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে ২২ জন কিশোর। গতকাল শুক্রবার ২৯ মার্চ জুমার নামাজ শেষে বগাদানা জামে মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়।
এর আগে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে উপজেলার বগাদানা জামে মসজিদ কমিটি পুরস্কার ঘোষণা দিয়েছিল। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজ ইমামের সই সংগ্রহ বাধ্যতামূলক ছিল।
এদিকে বগাদানা জামে মসজিদ কমিটি সেক্রেটারি ডা. এম এ ইউসুফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করতে এই আয়োজন করা হয়েছে।আমরা বলেছি, ১০ বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোররা যদি ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে।
এ সময় স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা কিছু দিন ধরে লক্ষ্য করছি শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।
এদিকে বাইসাইকেল প্রতিযোগিতায় উত্তীর্ণরা হলেন ওই গ্রামের কিশোর মেহেদী হাসান, সাফাত আল তাওসিপ, মো. আশরাফুল হক, মেহেদী হাসান, তামিম উদ্দিন সোহান, মো. মোস্তাফিজুর রহমান, মো. রহীম, তাসনিমুল ইসলাম, নুরের জামান মারুফ, মো. সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান আলা উদ্দিন , ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ইমরান হোসেন মেহরাজ, রিয়াদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম।
এছাড়া দুই হাজার টাকা করে পুরস্কার পেয়েছে ছালেহ আহমেদ, মো. ইয়াছিন. মো. ইউসুফ, আতিকুল ইসলাম, আতিকুর রহমান।