, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ, রেলওয়ের দুঃখ প্রকাশ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৪ ০২:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ০২:৪৩:৪৭ অপরাহ্ন
ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ, রেলওয়ের দুঃখ প্রকাশ
এবার ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের রেলপথের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে। ৭ দিনে মোট ২ লাখ ২৫ হাজার টিকিট বিক্রি করেছে রেলওয়ে। এবারও শতভাগ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। সীমিত আসনের বিপরীতে বিপুল চাহিদা থাকায় সবাইকে টিকিট দেয়া সম্ভব হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন। 

এদিকে ঈদে ঘুরমুখো মানুষের ট্রেনের টিকিট পেতে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয় গত শনিবার (২৩ মার্চ)। ৭ দিন পর সেই যুদ্ধ শেষ হয় আজ শনিবার (৩০ মার্চ)। কাউন্টার ফাঁকা থাকলেও অনলাইনে টিকিটের জন্য ছিল রীতিমতো যুদ্ধ। এ বছর পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য সর্বোচ্চ প্রায় তিন কোটি বার হিটের রেকর্ড হয় সার্ভারে।

আজ শেষ দিন শনিবার বিক্রি হয় ৩৩ হাজার ৫০০ টিকিট। এদিন দেয়া হয় নিয়মিত ৪২টিসহ তিনটি ঈদ স্পেশাল ট্রেনের টিকিট। সকালের শিফটে সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। এদিন ৯ এপ্রিলের টিকিট নিতে সার্ভারে ৩০ মিনিটে হিট করেন ১ কোটি ২৩ লাখ বার। দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ১৭ হাজার টিকিট।
 
এদিকে বরাবরের মতো এদিনও অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে ছুটে আসেন অনেকেই। তবে গতবারের চেয়ে এবার অনলাইনের সক্ষমতা বেড়েছে দাবি করে রেলওয়ে বলছে, সীমিত আসনের বিপরীতে বিপুল চাহিদা থাকায় অনেকেই পাননি টিকিট।

এদিকে টিকিট বঞ্চিতদের প্রতি দুঃখ প্রকাশ করে রেল কর্মকর্তারা বলছেন, এবার যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদযাত্রা শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
আরও যতদিন থাকতে পারে গরম

আরও যতদিন থাকতে পারে গরম