এবার উঁচু বেড়ার কারণে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি কাবা শরিফ দেখতে পাচ্ছিলেন না। বিষয়টি খেয়াল করলেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। তখন তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং কোলে তুলে নিয়ে কাবা শরিফ দেখতে সাহায্য করেন। প্রতিবন্ধী ওই ব্যক্তি মক্কায় ওমরা করতে গিয়েছিলেন।
এদিকে কেউ একজন এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন। নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন।
পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরা করতে মক্কা শরীফে যান। ভিড় সামাল দেওয়ার জন্য এ বছর রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরা করার অনুমতি দিচ্ছে দেশটির সরকার। গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়।
গত দুই সপ্তাহে মক্কায় প্রায় এক কোটি মানুষ নামাজ ও ওমরা পালন করেছেন। অপরদিকে মসজিদে নববীতে গত দুই সপ্তাহে প্রায় দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। সূত্র : গালফ নিউজ