, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব যে দলে খেলে, সেই দলই ভাগ্যবান: কোচ নিক

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
সাকিব যে দলে খেলে, সেই দলই ভাগ্যবান: কোচ নিক
এর আগে গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

এদিকে ম্যাচের আগের দিন আজ শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা নিয়ে পোথাস বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।'

সাকিবের ফিটনেস ঠিকঠাক দেখছেন পোথাস। একইসঙ্গে তারকা এই ক্রিকেটারকে খুশি দেখতে চান টাইগার এই কোচ, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’
 
সাকিবের ফেরার ম্যাচে দলে কয়জন বোলার থাকবে এমন প্রশ্নে পোথাস বলেন, ‘আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব