আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ আইপিএলের ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য যেহেতু রিজার্ভ ডে রাখা হয়নি, তাই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়েই ভক্তদের জল্পনা-কল্পনা। যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে এমন পরিস্থিতিতে কাট অব টাইম হবে কমপক্ষে ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দলকে অন্তত পাঁচ ওভার বল করতে হবে।
ওই সময় পর্যন্ত আম্পায়াররা অপেক্ষা করবেন। কাট অব সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
আর যদি তাই হয় তবে, চেন্নাইকে পেছনে ফেলে শিরোপা জিতবে গুজরাট। কারণ গ্রুপ পর্বে তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল। আর দ্বিতীয় অবস্থানে ছিল ধোনির চেন্নাই। তাই বৃষ্টি হলে যে চেন্নাইয়ে কপাল পুড়তে পারে, তা তো বলাই যায়
বৃষ্টিতে ভেসে যায়, তাহলে এমন পরিস্থিতিতে কাট অব টাইম হবে কমপক্ষে ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দলকে অন্তত পাঁচ ওভার বল করতে হবে।
ওই সময় পর্যন্ত আম্পায়াররা অপেক্ষা করবেন। কাট অব সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
আর যদি তাই হয় তবে, চেন্নাইকে পেছনে ফেলে শিরোপা জিতবে গুজরাট। কারণ গ্রুপ পর্বে তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল। আর দ্বিতীয় অবস্থানে ছিল ধোনির চেন্নাই। তাই বৃষ্টি হলে যে চেন্নাইয়ে কপাল পুড়তে পারে, তা তো বলাই যায়।