, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঁচ বিদেশি খেলানোয় ক্ষুদ্ধ দিল্লি

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০২:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০২:০৯:১৩ অপরাহ্ন
পাঁচ বিদেশি খেলানোয় ক্ষুদ্ধ দিল্লি
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটি ম্যাচে চার জন করে বিদেশি খেলানোর নিয়ম। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে রাজস্থান এ নিয়ম ভেঙেছে বলে অভিযোগ তুলেছিল দিল্লি। মাঠে এ নিয়ে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলিকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। 

এদিকে জশ বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্ট তিন বিদেশিকে একাদশে রেখে ব্যাটে নামে রাজস্থান। ফিল্ডিংয়ের সময় ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে হেটমায়ারের পরিবর্তে সাউথ আফ্রিকার নান্দ্রে বার্গারকে মাঠে নামায় দলটি।

এই পর্যন্ত ঠিক ছিল, বিতর্কের শুরু হয় রিয়ান পরাগের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ফিল্ডিংয়ে নামলে। দিল্লি তখন অভিযোগ তোলে রাজস্থান পাঁচজন বিদেশি খেলোয়াড় ব্যবহার করেছে। পন্টিং ও গাঙ্গুলির মতে, বার্গারকে ইমপ্যাক্ট বদলি করায় রাজস্থানের চার বিদেশির কোটা পূরণ হয়ে গেছে। পাওয়েল ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে নেমেছেন, যা নিয়মবিরুদ্ধ।

এই অভিযোগ খণ্ডাতে দিল্লি ডাগআউটে যান চতুর্থ আম্পায়ার মদনগোপাল কাপুরাজ। টিম শিটে খেলোয়াড়দের নাম দেখিয়ে বুঝিয়েছেন, নিয়মের বাইরে কিছু হয়নি। পন্টিংও একটা পর্যায়ে ডাগআউটে ফেরেন। ফিল্ডিং চালিয়ে গেছেন পাওয়েলও। এ সংক্রান্ত ধারা ১.২.৫ মতে, আইপিএলের খেলোয়াড় সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, শুরুর একাদশে প্রতিটি দল চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না।

ধারা ১.২.৬ বলছে, একটি দল একই সময়ে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় মাঠে নামতে পারবে না। যদি কোনো দল চারজন বিদেশিকে দলে রাখে, সেক্ষেত্রে একজন বিদেশিরই জায়গায় বদলি হিসেবে আরেকজন বিদেশিকে ফিল্ডিংয়ে নামানো যাবে। আর কোনো দল যদি চারজনের কম বিদেশিকে শুরুর একাদশে রাখে, তখন বিদেশি খেলোয়াড় বদলি করা যাবে, তবে একই সময়ে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা চারের বেশি হতে পারবে না।’

এদিকে নিয়ম অনুযায়ী রাজস্থানের বিদেশি খেলোয়াড় সংখ্যা চারজনই ছিল। কেননা হেটমায়ারের পরিবর্তে মাঠে নেমেছিলেন বার্গার। অর্থাৎ বাটলার, বোল্ট, বার্গার, পাওয়েলসহ চারজন বিদেশি ছিলেন মাঠে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান