, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


দুস্থদের পাশে না দাঁড়িয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করছে বিএনপি: কাদের

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০২:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০২:০৪:১৪ অপরাহ্ন
দুস্থদের পাশে না দাঁড়িয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করছে বিএনপি: কাদের
পবিত্র রোজায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, আর বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করছে বিএনপি, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক। 

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, অপপ্রচার, মিথ্যাচার করে যাচ্ছে। বিদেশি শক্তিকে দিয়ে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়ার চক্রান্ত করেছে। 

ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শাসনের দাসত্ব করে না আওয়ামী লীগ। হৃদয়ে ও চেতনায় বাংলাদেশ। বিএনপি পাকিস্তানের সাথে কখনও সম্পর্ক ছিন্ন করেনি। বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে যোগ্য, বিচক্ষণ নেতৃত্ব আছে, দেশের মানুষ মোটামুটি ভালো আছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। ৮০ ভাগ নেতা-কর্মী জেলে থাকার যে দাবি বিএনপি মহাসচিব করেছেন-তাদের তালিকা নিয়ে আসতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  
সর্বশেষ সংবাদ
মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ

মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ