এবার দোল আনন্দের অনুষ্ঠান পরিণত হল শোকে। রঙ খেলার আয়োজনে গিয়েছিল ছয় বছর বয়সের এক বালক। সেখানে ডিজে বক্স বাজিয়ে নাচগানের ব্যবস্থাও ছিল। অনুস্থানে গিয়ে নাচে মেতে ওঠে বিষ্ণু লোহারও। তবে আচমকা তার মাথার উপর পড়ে বড় আকারের একটি ডিজে বক্স। আর তাতেই মৃত্যু হয়েছে এই বালকের।
এ ঘটনাটি ঘটেছে, ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর এলাকায়। পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, দোল খেলবে বলে সোমবার একটি অনুষ্ঠানে যায় বিষ্ণু। রঙ খেলার পাশাপাশি সেখানে চলছিল নাচগানও।
পুলিশের দাবি, অনুষ্ঠানে নাচ করছিল বিষ্ণু, আর পাশেই ছিল ভারী ডিজে স্পিকার বক্স। হঠাৎ স্পিকার বক্সটি তার মাথার উপর পড়লে গুরুতর আঘাত পায় বিষ্ণু। পরে উদ্ধার করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা। স্থানীয় থানায় এ দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমেছে চক্রধরপুর থানার পুলিশ।