এবার ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ ড. মুহাম্মদ ইউনুসকে দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ বুধবার ২৭ মার্চ সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, গজনবী ফাউন্ডেশনের অধীনে ইসরায়েলের একজন ভাস্কর শিল্পী তাকে এই নামে একটি পুরস্কার দিয়েছেন। আর ইউনুস সেন্টারের ওয়েবসাইটে এটিকে ইউনেস্কো পুরস্কার হিসেবে প্রচার করছে।
একে প্রতারণামূলক হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। জানান, ইউনুস সেন্টার যাতে এ নিয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকে- এ বিষয়ে ইউনেস্কোর কাছে অনুরোধ জানানো হবে। এমন মিথ্যাচারের প্রতিকার চাইতে প্রয়োজনে আইনজীবীদের সাথে কথা বলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।