, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৪:০৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৪:০৩:০৪ অপরাহ্ন
চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মশার কয়েল থেকে লাগা অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের মা ও ছেলেমেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও প্রতিবেশী মো. ঈমাম উদ্দিন (২৩)। অগ্নিকাণ্ডে ফিরিয়া (৩) নামে আরও এক শিশু দগ্ধ হয়েছে। সে নিহত নূর নাহারের সন্তান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধ প্রতিবেশী ঈমাম উদ্দিন ইমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চমেকের বার্ন ইউনিটের চিকিৎসক মো. রফিক উদ্দিন জানান, শিশু মারুফ, ফিরিজা, তাদের মা নূরনাহার বেগম এবং ইমাম উদ্দিন নামের এক ব্যক্তিকে সকালে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে আনার পরপরই মারুফের মৃত্যু হয়, আর বেলা ১টার দিকে মারা যায় ফিরিজা এবং তার মা নূর নাহার।

এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে বায়েজিদ বোস্তামীর পূর্ব শহীদনগর এলাকায় একটি কাঁচা বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ৬টি টিনের বসতঘর পুড়ে যায়। পাশের এক বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ সংবাদ
সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা