, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ০১:১০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০১:১০:২৩ অপরাহ্ন
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দলীয় সংগ্রহ ৯৫, ৯৭, ৮৯। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা অজিদের বিপক্ষে হারটাই স্বাভাবিক। তবে ঘরের মাটিতে তিন ম্যাচের টাইগ্রেস ব্যাটারদের এমন হতশ্রী পারফর্ম্যান্স নিঃসন্দেহেই লজ্জার।

তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে লজ্জাটা দ্বিগুণ বাড়ল বাংলাদেশের। আজ বুধবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের দেয়া ৯০ রানের টার্গেট তারা পেরিয়েছে ১৮.৩ ওভারেই, করেছে ২ উইকেটে ৯৩ রান।

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন এবং রাবেয়া খান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারায় স্বাগতিকরা। ১০.৩ ওভারেই তারা হারিয়েছে ৪ উইকেট, রান তুলতে পেরেছে মোটে ৩২।

৩৯ বল খেলে দলের হয়ে সর্বোচ্চ রান ১৬ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ২৬.২ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশ। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন মারুফা আক্তার। অজিদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কিম গার্থ এবং অ্যাশলেঘ গার্ডনার।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’