, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মিষ্টি খেতে ইবি উপাচার্যকে ১০ লাখ টাকার প্রস্তাব তরুণীর

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১২:১৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ১২:১৮:১৮ অপরাহ্ন
মিষ্টি খেতে ইবি উপাচার্যকে ১০ লাখ টাকার প্রস্তাব তরুণীর
এবার ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কাছে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
গতকাল মঙ্গলবার ২৬ মার্চ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে এই ক্ষুদে বার্তা আসে। যেখানে দেখা যায়, ‘স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।’

এ বিষয়ে ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। যার জিডি নম্বর ১০২১। জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে মিথি নামে একজন উপাচার্যের ব্যক্তিগত নম্বরে ১০ লাখ টাকার বিনিময়ে একটি চাকরি চেয়ে মেসেজ পাঠান।
 
ওই নম্বর থেকে প্রথমে উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করা হয়। উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠান। এই বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে উপাচার্যের মানহানি হবে। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এটা কুচক্রী মহলের কাজ। এসব করে আমাদের ট্র্যাপে ফেলতে চায়। থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস