, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি খুবই স্পর্শকাতর: মেসি

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১১:৪৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ১১:৪৪:২১ পূর্বাহ্ন
আমি খুবই স্পর্শকাতর: মেসি
এবার আর্জেন্টিনা কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামার আগে মেসির একটি সাক্ষাৎকার বিগ টাইম পডকাস্টে প্রচারিত হয়। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মেসি। নিজেকে খুবই স্পর্শকাতর বলেও দাবি করেছেন। অপরদিকে ফুটবলের এই মহাতারকা রোমান্টিক নন বলেও জানিয়েছেন।
 
এদিকে পডকাস্টে লিও ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে বলেছেন, ‘এই খেলাধুলায় আমার আর নির্দিষ্ট কোনো স্বপ্ন নেই।’ বর্তমানে মেসি তার ডান পায়ের হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই কারণে দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিতে পারেননি। 
 
এদিকে কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের মালিকানাধীন আরবি কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম শাহিদ মেসির সাক্ষাৎকারটি রেকর্ড করেছিল। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় সেটি প্রকাশের পরে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ভাইরাল টপিকে পরিণত হয়। 

মেসি বলেছেন, ‘ভবিষ্যতের স্বপ্ন? খেলাধুলার জগতে আমার আর কোনো নির্দিষ্ট স্বপ্ন নেই। আমি সবকিছু জিততে পেরেছি এবং যথেষ্ট ভাগ্যবান ছিলাম। তাতে আমার ক্যারিয়ারে সবকিছু অর্জন করতে পেরেছি। আমি আমার সব স্বপ্ন অর্জন করেছি। সত্য হলো আমি সৃষ্টিকর্তার কাছে এর থেকে বেশি কিছু চাইতে পারি না। তিনি আমাকে পেশাদার এবং মানসিকভাবে সবকিছু দিয়েছেন।’

এদিকে কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে মেসির জীবনে এসেছে বড় পরিবর্তন। সবকিছু জিতেও মেসি যেন অপূর্ণ ছিলেন, কেবল বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁয়ে দেখতে না পেরে। তবে সেটিও পূরণ হওয়ার পরে পরিপূর্ণ মেসিকে দেখেছে ফুটবল বিশ্ব। এই বিষয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই, বিশ্বকাপে পরিস্থিতি এভাবে না হলে আমি জাতীয় দল ছেড়ে দিতাম।’
 
এদিকে মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল ফুটবল বাদে আর কোন খেলার প্রতি তার আগ্রহ রয়েছে। তখন মেসি বলেছেন, ‘আমি সত্যিই টেনিস, বাস্কেটবল এবং প্যাডেল টেনিস পছন্দ করি। এখন যেহেতু যুক্তরাষ্ট্রে আছি, আমি আমেরিকান ফুটবল সম্পর্কে অনেক কিছু শিখছি। এখন এটিকে আরও গুরুত্ব দেওয়া এবং বোঝার জন্য খেলা দেখি এবং উপভোগ করি।’

এছাড়াও লিও তার সন্তান থিয়াগো, মাতেয়ো এবং সিরোরসহ তাদের মা আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তার সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। ‘তাদের সঙ্গে আমার ভালো মুহূর্ত কাটে, একান্তই আমার মতো করে। সেখানে আমার স্মৃতি তৈরি হয়। কিন্তু আমি নিজেকে রোমান্টিক মনে করি না। নির্দিষ্ট কিরে বলতে পারব না, আসলে কোন জিনিস আমাকে কাঁদায়, কিন্তু সত্য হলো আমি খুব স্পর্শকাতর। আমি নিজেকে একজন বড় মনের মানুষ মনে করি এবং আমি বেশ স্পর্শকাতর।’
 
এদিকে ফুটবলের এই মহাতারকা রান্নার কাজটিও করেন। মেসি বলেছেন, ‘কখনও কখনও আমি বাড়িতে রান্না করি। তবে আমি খুব বেশি দক্ষ নই।’ ইউরোপ ছাড়া নিয়ে বলেছেন, ‘আমি ভেবেছিলাম বার্সেলোনায় থাকব। আমার জীবন পুনর্নির্মাণ করতে। কিন্তু আমার পরিবারকে অন্য জায়গা থেকে সরিয়ে নিতে ইচ্ছুক ছিলাম না।’
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া