বর্তমান সময়ে পিএসজিতে ভালো নেই লিওনেল মেসি। আগামী গ্রীষ্মেই দলটি ছাড়তে পারেন তিনি। ইতোমধ্যে চাউর হয়েছে, দ্য প্যারিসিয়ানদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর! ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়, শনিবার ২৭ মে রাতে স্ট্রাসবুর্গের মুখোমুখি হয়েছিল পিএসজি। এ ম্যাচে ১-১ গোলে ড্র করে রেকর্ড ১১তম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতেছে তারা।
এ খেলায় ৬০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন মেসি। এতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এখন তার গোল সংখ্যা ৪৯৬। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিএসজির জার্সিতে এটিই সম্ভবত মেসির শেষ গোল। এর মানে দলটির পক্ষে সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
গত ২০২২ কাতার বিশ্বকাপে ঈর্ষণীয় পারফর্ম করেন মেসি। এতে দীর্ঘ ৩৬ বছর পর সোনালি ট্রফি জেতে আর্জেন্টিনা। তবে এরপর প্যারিসে ফিরে সেভাবে আর নিজেকে নিয়মিত মেলে ধরতে পারেননি তিনি। এরই মাঝে বিনা অনুমতিতে সৌদি আরবে গিয়ে সমালোচনার মুখে পড়েন ৩৫ বছর বয়সী ফুটবলার।
শোনা যায়, ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে দেশটির অন্যতম শীর্ষ ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা বলতে সেখানে গিয়েছিলেন ফুটবল মহাতারকা। ফলে প্যারিসের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। অবশ্য চটজলদি সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে মাঠে সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে। ফলে পারফরম্যান্সটা সেভাবে করতে পারছিলেন না।
কিন্তু মেসির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। শেষ পর্যন্ত গোল করে পিএসজিকে শিরোপা উৎসব করালেন তিনি। তবে দলটি তার ছাড়ার গুঞ্জন থামছেই না। সেটি আবার উসকে দিলো গোল ডটকম। এরই মধ্যে গুজব রটেছে, সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনাতেও যেতে পারেন মেসি। এবার তাকে অধিনায়ক করে দলে টানতে চাচ্ছে ব্লাউগ্রানারা। শুধু তাই নয়, তার জাতীয় দলের দুই সতীর্থকেও ডেরায় ভেড়াতে চাচ্ছে তারা।