, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্ত্রী ও দুই মেয়েকে ঘরে আটকে রেখে আগুন দিল কৃষক 

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ১২:৫০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ১২:৫০:০১ অপরাহ্ন
স্ত্রী ও দুই মেয়েকে ঘরে আটকে রেখে আগুন দিল কৃষক 
এবার এক কৃষকের বিরুদ্ধে স্ত্রী ও দুই মেয়েকে ঘরের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় গতকা সোমবার (২৫ মার্চ) এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

এদিকে নিহতরা হলেন, লিলা ল্যান্ডগে (৩৬) ও তার দুই মেয়ে সাকসি (১৪) এবং খুশী (১৩)। পুলিশ এ ঘটনায় ৪৫ বছর বয়সী কৃষক সুনীল ল্যান্ডগেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আহমেদনগরের নগর তালুকা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সুনীল তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ করতো, এজন্য ঝগড়া করার পাশাপাশি তাকে সে মারধর করে। এরপর সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সে তার স্ত্রী ও দুই মেয়েকে ঘরে বন্ধ করে রেখে পেট্রোল ঢেলে আগুন জ্বালায়ে দেয়। কিছুক্ষণ পরই আগুনে ঘর পুড়ি যায়।

এ সময় তার স্ত্রী ও দুই মেয়ে বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ঘটনাস্থলেই তারা আগুনে পুড়ে মারা যায়। এরপর খবর পেয়ে পুলিশের এপিআই প্রহ্লাদ গীতে ঘটনাস্থলে যায়। পরে এ ঘটনায় ওই কৃষককে গ্রেপ্তার করে পুলিশ। 
 
এদিকে সুনীল কৃষি কাজ করার পাশাপাশি রিকশা চালিয়ে জীবনধারণ করতেন। কিন্তু রিকশাটি ভেঙে যাওয়ার পর সে বাড়ির কাছে থাকা একটি পেট্রোল পাম্প পেট্রোল কিনে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সুনীল ও লীলার ৫ সন্তান ছিল। এদের মধ্যে তিনজন আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেছে। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা