, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বর্ণবাদ ইস্যু কাঁদালো ভিনিসিয়ুসকে, রাতে স্পেনের মুখোমুখি ব্রাজিল

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ১২:২০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ১২:২০:৩৩ অপরাহ্ন
বর্ণবাদ ইস্যু কাঁদালো ভিনিসিয়ুসকে, রাতে স্পেনের মুখোমুখি ব্রাজিল
আজ রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চলের প্রায় সব জায়ান্ট। আজ মঙ্গলবার ২৬ মার্চ রাত দুইটায় স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। তবে ম্যাচের আগে আলোচনায় বর্ণবাদ ইস্যু। একই সময় ফ্রান্সের আতিথ্য নেবে চিলি। এর আগে রাত পৌনে দুইটায় আরেক বিগ ম্যাচে জার্মানির বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।

ইংল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম আর স্লোভেনিয়ার বিপক্ষে নামবে রোনালদোর পর্তুগাল। এদিকে স্পেনের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদ ইস্যু সামনে আসতেই অশ্রুসিক্ত সেলেসাও তারকা।

তিনি বলেন, আমি জানি কি হচ্ছে। ক্রমেই বিষণ্ণতা বাড়ছে। মনে হচ্ছে আর খেলতে পারবো না। কিন্তু আমি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। বিশ্বাস করি, আমি একাই নই। এমনকি শুধু স্পেনে নয়, পুরো বিশ্বে, প্রতিনিয়ত কালোরা বর্ণবাদের শিকার হচ্ছে।

এদিকে বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রীতি ম্যাচের মোড়কে স্পেনের মুখোমুখি ব্রাজিল। যে দেশে বরাবরই তিক্ত অভিজ্ঞতার শিকার ভিনিসিয়ুস। তবে ব্যতিক্রম সান্তিয়াগো বার্নাব্যু। সেই মাঠে আজ দেশের জার্সিতে নামবেন ব্রাজিল স্ট্রাইকার।

ইংল্যান্ডকে হারিয়ে চার ম্যাচ আর ৬ মাস পর জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইংলিশ বধের নায়ক এন্দ্রিক এ ম্যাচেও থাকবেন না শুরুর একাদশে, নিশ্চিত করেছেন কোচ দোরিভাল জুনিয়র। জয়ে ফেরার চ্যালেঞ্জ স্পেনের।

শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার গেলো এক বছরে তাদের প্রথম। সে ম্যাচে বিশ্রামে থাকা মিডফিল্ডার রদ্রি ফিরছেন ব্রাজিলের বিপক্ষে। তবে দানি কারভাহাল, আলভারো মোরাতাদের একাদশে রাখবেন কিনা, তা অবশ্য নিশ্চিত করেনি স্প্যানিশ কোচ।

এদিকে ব্রাজিলের বিপক্ষে হারের ক্ষত নিয়ে তিন দিনের ব্যবধানে আবারও ওয়েম্বলিতে নামছে ইংল্যান্ড। থ্রি লায়ন্স জার্সিতে নিজের পঞ্চাশতম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পাচ্ছেন মিডফিল্ডার ডেকলান রাইস। আট মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় ইভান টনি।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা