এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটিতে হারের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও নিচে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার তো লাভ হয়েছেই, লাভের গুড় খাচ্ছে পাকিস্তানও।
এদিকে সিলেটে দ্বিতীয় ইনিংসে ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। কাসুন রাজিথার বোলিং তোপে মাত্র ১৮২ তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ। শান্ত-লিটনদের এমন হারের কারণে সুবিধা পেয়েছে পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায় চার নম্বরে ছিল বাংলাদেশ। ৫ নম্বরে ছিল পাকিস্তান। ৫ টেস্টে ২ জয় পাওয়া বাবরদের পয়েন্টের হার ৩৬.৬৬। সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্টের হার ছিল ৫০।
তবে লঙ্কানদের বিপক্ষে হারের ফলে ৩ ম্যাচে ১ জয় ও দুই হারে বাংলাদেশের পয়েন্টের হার নেমে দাঁড়িয়েছে ৩৩.৩৩। যার কারণে বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে গেছে, নেমে গেছে যৌথভাবে ছয় নম্বরে।
ওদিকে শ্রীলঙ্কারও এই জয়ে পয়েন্টের হার দাঁড়িয়েছে ৩৩.৩৩ (বাংলাদেশের মতোই ৩ ম্যাচে ১২ পয়েন্ট), তারাও উঠে এসেছে ছয় নম্বরে। আর বাংলাদেশের অবনমনের সুযোগে তালিকায় ওপরের দিকে উঠে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে বাবর আজমরা এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে চলে গেছে - তাদের পয়েন্ট ৫ ম্যাচে ২২, পয়েন্টের হার ৩৬.৬৬। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হার বাংলাদেশ আর শ্রীলঙ্কার সমান ৩৩.৩৩, তবে তারা পয়েন্টের হিসাবে এগিয়ে থাকায় (৪ ম্যাচে ১৬ পয়েন্ট) পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে।