, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লিটনকে টেস্ট থেকেও বাদ দেবে বাংলাদেশ?: উত্তর দিলেন শান্ত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৬:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৬:৫২:৪১ অপরাহ্ন
লিটনকে টেস্ট থেকেও বাদ দেবে বাংলাদেশ?: উত্তর দিলেন শান্ত
এখন লিটন কুমার দাসের বাংলাদেশের জার্সিতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে গোল্ডেন ডাকের পর এবার টেস্ট ম্যাচেও প্রথম বলে আউট হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাজে ফর্মের কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন লিটন।

এক ম্যাচ বাদে টেস্ট সিরিজের দলে ফিরে আবারো ব্যাটিংয়ে ব্যর্থ তিনি। এতেই টেস্ট দল থেকেও লিটনকে বিশ্রামে পাঠানোর – পড়ুন বাদ দেওয়ার দাবি উঠেছে অনেকের কণ্ঠে। সিলেটে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ৩২৮ রানের হারের পর এ নিয়ে প্রশ্ন হলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

তিনি অবশ্য লিটনের পাশেই আছেন বলে জানিয়ে দিয়েছেন।  লিটনের সঙ্গে সিলেট টেস্টে ব্যর্থ পুরো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে দ্বিতীয় ইনিংসে পাঁচশ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ যখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে, লিটন ইনিংসের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। ডানহাতি এই ব্যাটসম্যানের আউটের ধরন ও ক্রিকেটীয় জ্ঞানের সমালোচনা হচ্ছে অনেক। আজ সংবাদ সম্মেলনেও উথে আসে লিটন দাসের প্রসঙ্গ।

এদিকে লিটনকে বিশ্রামে পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সর্বশেষ ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওকে বিরতি দেওয়ার কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার, এখন পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিত এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবাই ওর পাশে আছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’

লিটনের অমন শট নিয়ে কী কাজ করবে বাংলাদেশ, তা-ও জানিয়েছেন শান্ত, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন (লিটন শটটা) খেলেছেন, কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ