, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অধিনায়ক হিসেবে আমি কখনো সেফ ক্রিকেট খেলি না, জেতার জন্যই খেলি: শান্ত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০২:৪০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০২:৪০:৩২ অপরাহ্ন
অধিনায়ক হিসেবে আমি কখনো সেফ ক্রিকেট খেলি না, জেতার জন্যই খেলি: শান্ত
নাজমুল হোসেন শান্ত বলেছেন, অধিনায়ক হিসেবে কখনো সেফ ক্রিকেট খেলেন না, সবসময় জেতার জন্যই খেলেন। সিলেট টেস্ট শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হারের পর সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন টাইগার অধিনায়ক।

এদিকে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভার দলের প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেওয়ার পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ইঙ্গিত দিয়েছিল টাইগাররা। তা ধরে রাখতে পারেনি তার। পুরো টেস্ট জুড়ে বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফর্ম্যান্স নিয়ে ক্রীটাঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা।

টাইগারদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্ত অফ স্ট্যাম্পের বাইরের বলে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন। যা টেস্ট ক্রিকেটে অত্যন্ত নিন্দনীয় শট সিলেকশনের মধ্যে একটি। তবে নিজের এ ধরণের আউটের ব্যাখ্যা দিয়েছেন শান্ত।

তিনি বলেন, “অধিনায়ক হিসেবে আমি কখনোই সেফ ক্রিকেট খেলি না, জেতার জন্যই খেলি” শুধু শান্ত নন, বাংলাদেশের বাকি ব্যাটাররা পারেননি তেমন কিছুই করতে। লিটন কুমার দাশ তো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যখন চার উইকেট হারিয়েছে ক্রিজে এসেই ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

এ সময় লিটনের আউটের বিষয়ে শান্ত বলেন, “লিটনের আউট আমি এক্সপ্লেইন করতে পারব না, নরমালি টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট দেখা যায় না। আমার আউটের যে ব্যাপারটা টপ অর্ডার ব্যাটার হিসেবে আমি ভুল শট সিলেক্ট করেছি” এদিকে প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান