, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


'জয় বাংলা' না বলায় অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ নেতা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ১২:৫৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ১২:৫৬:৪২ অপরাহ্ন
'জয় বাংলা' না বলায় অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ নেতা
এবার নীলফামারীর সৈয়দপুরে কলেজ অনুষ্ঠানে জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে সৈয়দপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার ২৪ মার্চ দুপুরে ওই কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা মারা হয়।

এ সময় কক্ষের গেটে পোস্টার লাগিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। সেখানে লেখা রয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, লড়াই চলবে ছাত্রলীগ লড়বে।’
 
জানা যায়, গত ৭ মার্চ জাতীয় দিবস পালন না করে অধ্যক্ষ একজন বিএনপিপন্থী শিক্ষককে অনুষ্ঠান পালনের দায়িত্ব দিয়ে নিজে ছুটিতে ছিলেন। এরপর ওই শিক্ষক অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ না বলে অনুষ্ঠান শেষ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ নিয়ে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অপসারণ দাবি করেন। এ নিয়ে গত ২০ মার্চ সুরাহার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা কলেজ অধ্যক্ষের কক্ষে গেলে সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
 
এ বিষয়ে অধ্যক্ষ ড. আতিয়ার রহমান বলেন, ঢাকায় অবস্থান করছি। তালা ঝুলানোর কথা জেনেছি। ঢাকা থেকে ফিরে অভিভাবক ও সুধীজনদের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করব।
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন