, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দিল্লি ক্যাপিটালসে খেলতে চুক্তি করলেন ইমাদ-আজম খান!

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০১:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০১:৫০:২৮ অপরাহ্ন
দিল্লি ক্যাপিটালসে খেলতে চুক্তি করলেন ইমাদ-আজম খান!
এখন ভিসা পেতে কোনো সমস্যা হবে না। প্রায় আড়াই সপ্তাহের টুর্নামেন্ট খেলে হাতেও আসবে মোটা অঙ্কের মার্কিন ডলার! মন্দ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নিতে তাই আবেদনের ঢল নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

আগামী জুলাইয়ের ওই সময়টাতে পাকিস্তানের শ্রীলঙ্কা সফর রয়েছে। তাই পিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা যেতে চাচ্ছেন মেজর লিগে। এরই মধ্যে ইমাদ ওয়াসিম আর আজম খান সেখানে নাম নথিভুক্ত করেছেন। টেক্সাসে ১৩ থেকে ৩০ জুলাই ওয়ানডে ফরম্যাটে হতে পারে এই টুর্নামেন্ট।

ছয় দলের চারটির মালিকানা আবার আইপিএলে ফ্র্যাঞ্চাইজি। যারা কিনা জেসন রয়ের মতো ইংলিশ ওপেনারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চও খেলবেন আমেরিকার এই নতুন টুর্নামেন্টে।

এদিকে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানায় থাকা জিএমআর গ্রুপ মেজর লিগের দল সিয়াটেল অরকার্স কিনেছে। তাদের দলেই খেলবেন ইমাদ ও আজম। তাঁরা দু’জনের কেউই পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই। তাই তাঁদের জন্য মেজর লিগ খেলা সহজ হয়ে গেছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’