দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর ক্যারিয়ারের সবচেয়ে বেশি অবদান তাঁর মা ঝর্ণা রায়ের। নায়িকা নিজেও বারবার এ কথা বলেছেন। এ মানুষটি আর পৃথিবীতে নেই। বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজ ২৪ মার্চ সকাল ১১টায় মারা গেছেন তিনি। মাকে হারিয়ে বাকরুদ্ধ নায়িকা। মৃত্যুর পর থেকেই মুঠোফোন বন্ধ রেখেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে মুখ খুললেন পূজা। মাকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পথে বহন করা অ্যাম্বুলেন্সের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামণি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামণি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কী হলো?’
এদিকে মায়ের কাছে ক্ষমা চেয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘‘তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করব? বলো তুমি? মা, মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ তখন কী যে শান্তি লাগত! কিন্তু এখন! ‘মামণি’ বলারও কেউ নাই।’’
এরপর শেষে পূজা লিখেছেন, ‘নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামণি… তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।’