, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আড়াই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে ওমরাহ পালন করে স্বপ্ন পূরণ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১০:২৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ১০:২৬:১১ পূর্বাহ্ন
আড়াই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে ওমরাহ পালন করে স্বপ্ন পূরণ
তার ইচ্ছা ছিল পায়ে হেঁটে পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করার। সেই ইচ্ছা অনুযায়ী ২ হাজার ৫০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন ওমানের এক পর্যটক। পায়ে হেঁটে মক্কায় পৌঁছানো ওই ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল কাথিরি। খবর গালফ নিউজের

এ বিষয়ে তিনি বলেন, ওমানের সালালাহ থেকে তিনি মক্কার উদ্দেশে হাঁটা শুরু করেন। এরপর তিনি ইয়েমেনের পূর্বে অবস্থিত হাদরামাউতে পৌঁছে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের নাজরান প্রদেশে আসেন। এখান থেকে পরবর্তীতে হেঁটে পবিত্র নগরী মক্কায় যান।

এদিকে পায়ে হেঁটে এই পথ পাড়ি দেয়া তার জন্য মোটেও সহজ ছিল না। তিনি সৌদি টেলিভিশন আল একবারিয়াকে বলেন, এটি তাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য। এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য তিনি এমন কাজ করেছেন। তবে কাউকে তিনি পায়ে হেঁটে ওমরাহ পালন করার জন্য উদ্বুদ্ধ করছেন না।

এ সময় তিনি বলেন, কেউ যদি চেষ্টা করেন, তাহলে সবই সম্ভব। তবে এই পথ পাড়ি দিতে তাকে সৌদি আরব, ওমান, ইয়েমেন এবং আরব আমিরাতে মরুভূমিতে হাঁটতে হয়েছে। ওই সময়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন।
 
এদিকে আব্দুল্লাহ আল কাথিরি বলেন, মরুভূমিতে কঠিন আবহাওয়ার সম্মুখীন হননি তিনি। ইয়েমেনে পৌঁছানোর পরই তাকে নিরাপত্তা প্রদান এবং খাবার সরবরাহ করা হয়। বহু বাধা অতিক্রম করে তিনি যখন মক্কায় পৌঁছান তখন তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। তিনি তার দুঃখ-কষ্টগুলো নিমিষেই ভুলে যান। পবিত্র রমজান ওমরা পালনের আদর্শ মৌসুম, এজন্য তিনি রমজানকেই বেছে নিয়েছেন। 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’