আজ রাজধানী ঢাকায় ভোররাতে ঝড়ো হাওয়াসহ তীব্র শিলাবৃষ্টি হয়েছে। রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোতেও ঝড়ো হাওয়া বয়ে গেছে। আজ রোববার ২৪ মার্চ ভোর রাত ৩ টার দিকে রাজধানীর মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর, লালবাগ, নাখালপাড়া, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়া ছিল।
এর আগে শনিবার ২৩ মার্চ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীসহ দেশের সাত বিভাগে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়।
গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ রোববার ২৪ মার্চ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকাল সোমবার(২৫ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।