এবার বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার ২৩ মার্চ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপির অনেক নেতা ভারতে গিয়ে চিকিৎসা করান, দলটির চেয়ারম্যান ভারতীয় শাড়ি পরেন, ভারতীয় পেঁয়াজসহ নানা জিনিস দিয়ে ইফতার-সেহরি করেন। ভারতীয় পণ্য বয়কটের ডাক ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।
সোমালিয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এম ভি আব্দুল্লাহর নাবিকদের অক্ষত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জাহাজে দাহ্য পদার্থ কয়লা থাকায় এবং জিম্মি নাবিকদের সুরক্ষিত রাখতে কোনো ধরনের অভিযানের বদলে সমঝোতার মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।
এদিকে মতবিনিময় সভায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।