, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১১:৩৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১১:৩৬:০৯ পূর্বাহ্ন
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই স্বপ্নের মতো শুরু টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ১০ ডেলিভারিতেই শিকার করেছেন ৪ উইকেট। ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডারে। একে একে ফিরিয়েছেন ফ্যাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামরুন গ্রিনদের।
 
গতকাল আগুনঝরানো বোলিংয়ের দিনে মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ। 

এছাড়া গতকাল নিজের কোটার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। উইকেট শিকার করেছেন ৪টি। আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার।
 
গত ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন।
 
সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। তিন টি-টি-টোয়েন্টিতে শিকার করেছেন মোটে ২ উইকেট। পরে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন প্রথম দুই ম্যাচে। আইপিএলে পুরনো সেই ফিজকেই যেন আবারও দেখল তার সমর্থকরা।
সর্বশেষ সংবাদ