, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে ইংল্যান্ডের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১০:৩০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১০:৩০:২৩ পূর্বাহ্ন
রাতে ইংল্যান্ডের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
এবার ২০২৪ সালে এই প্রথম আন্তর্জাতিক প্রীতিম্যাচে ইংল্যান্ড ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ১টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। গ্যারেথ সাউথগেটের সদস্যরা ইউরো ২০২৪-এর জন্য প্রস্তুতি শুরু করেছে।

দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিলের প্রধান কোচ হিসেবে ডরিভাল জুনিয়রের প্রথম ম্যাচ এটি। আর ডরিভালের শুরুর ম্যাচের ফলাফলে হতাশ করতে চায় সাউথগেট। ডরিভাল জুনিয়রের ব্রাজিল দল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রেকর্ড থেকে কিছুটা সান্তনা নিতে পারে।

তাদের আগের ২৬টি ম্যাচ থেকে মাত্র চারবার হেরেছে। ১১ ম্যাচের জয়ের বিপরীতে ড্র হয়েছে ১১টি। কিন্তু ২০১৭ সালের নভেম্বরে দুই দলের মধ্যে সর্বশেষ প্রীতিম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছিল। ২০১৭ সালের নভেম্বরের পর ইংল্যান্ড ও ব্রাজিলের মধ্যে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

২০১৩ সালের জুনে ব্রাজিলের বিপক্ষে গোল করা শেষ ইংল্যান্ড খেলোয়াড় ছিলেন ওয়েন রুনি। রিও ডি জেনিরোর মারাকানাতে ২-২ গোলে ড্র করেছিল। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১২টি ম্যাচের দু’টিতে ব্রাজিল জিতেছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস