, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ০৩:৫২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৩:৫২:৫২ অপরাহ্ন
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
এবার মাথিশা পাথিরানা নেই। চিপকের চিন্নাস্বামী স্টেডিয়ামে ডেথ ওভারে কাজে লাগতে পারে মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত স্লোয়ার। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজের খেলার সমীকরণ এটিই। লঙ্কান পেসার পাথিরানা ছিটকে গিয়েছেন।

বেঙ্গালোরের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপক্ষে মুস্তাফিজকে একাদশে চাইতে পারে চেন্নাই, এমনটাই ভাবনা বাংলাদেশের সমর্থকদের। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচেই দেখা হচ্ছে আইপিএলের দুই হট ফেবারিট দলের। চেন্নাই সুপার কিংস বর্তমান এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন।

অন্যদিকে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের বেঙ্গালোর শিরোপা না পেলেও আক্ষরিক অর্থেই বড় দল।  কিন্তু মুস্তাফিজের দলে থাকার পথ খুব একটা সহজ নয়। চার বিদেশির ক্ষেত্রে রাচীন রবীন্দ্র, ড্যারেল মিচেলের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত।

লঙ্কান রহস্যময় স্পিনার মাহিশ থিকশানাও পছন্দের তালিকায় এগিয়ে থাকবেন। মুস্তাফিজের জায়গা পেতে হলে লড়তে হবে মঈন আলীর সঙ্গে। দীপক চাহার, শার্দুল ঠাকুরের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজকে। 
 
আর তা যদি না হয় তবে মঈন আলীর জায়গা পাওয়া নিশ্চিত। আবার গত আইপিএলে ফর্ম ফিরে পাওয়া আজিঙ্কা রাহানেকেও একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। মহেন্দ্র সিং ধোনি নিজেই হয়ে যেতে পারেন ইম্প্যাক্ট খেলোয়াড়। সেক্ষেত্রে রাহানেকে দেখা যেতে পারে শুধুমাত্র ব্যাটিংয়ে। 
 
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচীন রবীন্দ্র, ড্যারেল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাহিশ থিকসানা। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান