, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানালেন ফিলিস্তিনের অধিনায়ক

  • আপলোড সময় : ২১-০৩-২০২৪ ১০:০২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৪ ১০:০২:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানালেন ফিলিস্তিনের অধিনায়ক
এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৫৯টি ম্যাচ। মিডফিল্ডে তিনি দলের ভরসার নাম। অধিনায়কত্বের আর্ম ব্যান্ড নিয়ে খেলছেন। প্রায় ১১ বছর যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন দলের প্রতিনিধিত্ব করছেন। স্বাধীনতার সংগ্রামে যুক্ত দেশটির নেতৃত্ব দেয়া মানুষটির নাম মুসাব আল-বাত্তাত।

এদিকে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে খেলবে ফিলিস্তিন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে র‍্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলের অধিনায়ক হয়েও যেন বাংলাদেশকে নিয়ে ভিন্ন এক সমীহ দেখালেন মুসাব। জয়ের ব্যাপারে গুরুত্বারোপ সত্ত্বেও তার কন্ঠে ছিল ভিন্ন এক সুর।

‘বাংলাদেশের সরকার ও দেশটির প্রতিটি নাগরিক ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে তাদের জনগণের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। যাই হোক, কালকের ম্যাচটি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ম্যাচটা আমাদের জন্য জিতে ৩ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

এদিকে শক্তি ও সামর্থ্যের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশটি অনেকখানি এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে তাদের রয়েছে বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা। কারণ বাংলাদেশ সবসময় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থনের পাশাপাশি ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিন ভূখণ্ড দখলের অবসান দাবি করে আসছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনাও করে আসছে বাংলাদেশ।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর