আজ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ। আজ রবিবার তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোট। এর আগে গত ১৪ মে প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এগিয়ে থাকলেও শতকরা ৫০ ভাগ ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারেননি।
তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট পদে জয়ী হতে হলে কোনও প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়। গত ১৪ মে অনুষ্ঠিত তুরস্কের প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। এ কারণে অল্পের জন্য ঝুলে যায় তার ভাগ্য।
অন্যদিকে ওই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কেমাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী ফের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। এরদোয়ান ও কেমাল কিলিচদারোলু’র মধ্যে কে ক্ষমতায় আসছেন তা নির্ধারিত হবে দ্বিতীয় দফার রান অফ ভোটের মধ্য দিয়ে।
অন্যদিকে সিনান ওগান ও তাকে সমর্থন দেওয়া জোট এটিএ অ্যালায়েন্সের হাতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে। সিনান ওগান রানঅফ ভোটে এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন। রাত ৯টায় নির্বাচনের ফল প্রকাশ করা হবে।