আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘মোনা: জিন-২’। হলে বসে কোনো দর্শক একা এই সিনেমাটির পুরো অংশ দেখতে পারলে তাকে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর আগে ‘জ্বীন’ সিনেমা মুক্তি দিয়ে প্রচারের অংশ হিসেবে একই ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, যেসব হলে এই সিনেমা চলবে প্রতিটির সামনে সিনেমার পোস্টার সাঁটানো অ্যাম্বুলেন্স থাকবে। আমার বিশ্বাস যারা সিনেমাটি দেখবে ভয় পাবে। ভয়ে স্থির থাকতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘যারা দুর্বল মনের মানুষ, তারা দুই-তিন দিন সিনেমাটা দেখতে হলে যাবেন না ৷ রিভিউ বের হলে তখন যাবেন। যারা ‘মোনা: জিন-২’ দেখে ভয়ে কাতর হয়ে জ্ঞান হারাবেন, তাদের অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হবে। ওই পর্যন্তই আমাদের দায়িত্ব থাকবে।’
এ সময় আব্দুল আজিজ বলেন, আসন্ন ঈদে সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হবে ‘মোনা: জিন- ২’। আমাদের শো সংখ্যা কম হলেও, আমার বিশ্বাস সিনেমাটি দেখার পর শো সংখ্যা বাড়বে। তিনি জানান, আগামীতে প্রতিটি ঈদেই ‘জিন’ নিয়ে নির্মিত সিনেমা মুক্তি দেওয়া হবে। পরবর্তী ঈদে (ঈদুল আজহা) ‘জিন-৩’ মুক্তি দেওয়া হবে। এভাবে ‘জিন- ৫’ পর্যন্ত কাহিনি ঠিক করা আছে। তা পর্যায়ত্রুমে নির্মাণ করে হলে আসবে।
জিন-২’ সিনেমার গল্প প্রসঙে্গ আব্দুল আজিজ জানান, একজন জিনের প্রতিশোধের গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে সেটিকে মাদ্রাসা হিসেবে ভাড়া নেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প।
তিনি বলেন, একটি জাতীয় পত্রিকায় জামালপুরের এই ঘটনাটির খবর বের হয়েছিল। সেই গল্প পড়ার পর কাহিনি লেখা হয়। আমরা সিদ্ধান্ত নেই সিনেমা বানাবো।’ সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। আসন্ন রোজার ঈদে ‘মোনা: জিন- ২’ মুক্তি পাবে।
এই সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।