, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি কী মন্ত্রী হয়ে গাড়ি রঙ করব: কাদের

  • আপলোড সময় : ২০-০৩-২০২৪ ০১:৫০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৪ ০১:৫০:০৩ অপরাহ্ন
আমি কী মন্ত্রী হয়ে গাড়ি রঙ করব: কাদের
এবার সড়কে লক্কড়-ঝক্কড় গাড়ির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা তো নতুন করে আমি নির্মাণ করিনি। আগেই হয়ে আছে। আমি কী মন্ত্রী হয়ে গাড়ি রঙ করব। আজ বুধবার ২০ মার্চ রাজধানীর সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে নামার র‍্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে ভাঙাচোরা ও লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন গাড়িতে রাস্তা ভরপুর। এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, লক্কড়-ঝক্কড় বাস বন্ধ করলে সাংবাদিকরাই বিক্ষোভ করবেন। আমাদের শাখের করাতের অবস্থা। রিপ্লেসমেন্ট হওয়ার আগে এগুলো বন্ধ করলে জনগণ কষ্ট পাবে। এসব বাস তো আমি বন্ধ করতে পারিই। 
 
এ সময় সারা দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১২ বছরে আমরা কম কাজ করিনি। আমাদের অপবাদ দেবেন না।
 
তিনি আরও বলেন, বিআরটি প্রকল্পে আমাদের গাফিলতি নেই। ডিসেম্বরে বিশেষায়িত বাস চলে আসবে। এরপরই এ প্রকল্পের সুফল পাবে মানুষ। কাজ হচ্ছে না, বলার সুযোগ নেই। ডিসেম্বরেই চালু হবে। তবে ভারত থেকে বিদ্যুৎ চালিত বাস আনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। তাদের নির্বাচনের কারণে দেরি হচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস