, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাবা শরিফে মোনাজাতের সময় শিশুর অঝোরে কান্না

  • আপলোড সময় : ২০-০৩-২০২৪ ১০:৪২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১০:৪২:৫৮ পূর্বাহ্ন
কাবা শরিফে মোনাজাতের সময় শিশুর অঝোরে কান্না
এবার সৌদি আরবের পবিত্র কাবা শরীফে দুই হাত তুলে মোনাজাত করার সময় অঝোরে কান্না করেছে এক শিশু। আর সেই কান্নার চিত্রটি মুহুর্তেই হয়েছে ব্যাপক ভাইরাল। কাবার প্রধান ইমাম শাইখ ডক্টর আব্দুল রহমান আল সুদাইস ওই সময় মোনাজাত করছিলেন।

এদিকে শিশুটির কান্নার মুহূর্তটি ধরা পড়েছে সৌদির সংবাদমাধ্যম আল এখবারিয়া টিভির ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে মোনাজাত করছে আর তার চোখ থেকে পানি পড়ছে। শিশুটি তার পাশের ব্যক্তির দিকে একবার তাকিয়ে আরও বেশি মোনাজাতে কান্না করতে থাকে।

এদিকে মোনাজাতে ওই সময় শাইখ সুদাইস বলছিলেন, ইয়া কারিম, ও আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করুন। বাধ্যদের ডাকে সাড়া দিন। তার এমন মোনাজাত শুনে ওই সময় মানুষ আরও আপ্লুত হয়ে পড়ে তখন।

উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। শিশুটিকে এমন আবেগী হতে দেখে নেটিজেনদের অনেকেও আবেগী হয়ে পড়েন। অনেকে জানিয়েছেন শিশুটির কান্নার বিষয়টি তাদের হৃদয়ে নাড়া দিয়েছে ।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে