, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ!

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০৭:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ০৭:৪২:৩৭ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ!
এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না মুশফিকুর রহিম। গতকাল (সোববার) তৃতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের বলে কিপিং করার সময় আঙুলে চোট পান অভিজ্ঞ এ ক্রিকেটার। মাঠেই তার ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা-শুশ্রূষাও করা হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুশফিক। প্রথম ম্যাচে ৭৩ রানে অপরাজিত থেকে টাইগারদের জয় নিশ্চিত করেই ছেড়েছিলেন মাঠ। দ্বিতীয় ম্যাচেও ভাল শুরু পেয়েছিলেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে জয় এনে দেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে খেলেছিলেন মুশফিক। দারুণ ফর্মে থাকা উইকেট কিপার এ ব্যাটারের না থাকা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ। মুশফিকের পরিবর্তে এখনো কাউকে ডাকা হয়নি দলে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান