, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব: প্রধান নির্বাচক

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১২:৪১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১২:৪১:০০ অপরাহ্ন
এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব: প্রধান নির্বাচক
এবার শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে টেস্টও খেলবেন না দেশসেরা এই অলরাউন্ডার। সাকিবকে ছাড়াই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।  

এদিকে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব। বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল সাকিবের। 
 
এদিকে টাইগার অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, নিজের ওজন বেড়ে যাওয়ার কথা। আপাতত জাতীয় দলে ফিরতে না চাইলেও ঢাকা লিগে খেলবেন সাকিব। ডিপিএল খেলে নিজেকে পুরোপুরি ফিট করতে চান তিনি। জানা গেছে, বুধবার (২০ মার্চ) থেকে শেখ জামালের হয়ে মাঠে নামবেন তিনি। 
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের