, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শেষ বলে ফাইনাল জিতে রেকর্ড তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন
শেষ বলে ফাইনাল জিতে রেকর্ড তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ
এবার রেকর্ড তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ ইউনাইটেড। আগে ব্যাট ১৫৯ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। ইমাদ ওয়াসিম নেন ৫ উইকেট। জবাবে শেষ বলে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইসলামাবাদ। শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের দরকার ৮ রান। সেই ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ অনেকটাই হাতে নিয়ে আসেন নাসিম শাহ। ৪ বলে তখন দরকার ৩।

পরের দুই বলে দুই রান হলে জয়ের জন্য ২ বলে লাগে মাত্র ১। ইসলামাবাদ ইউনাইটেডের জয় তখন কেবল সময়ের ব্যাপার। এমন সময়ে আবার নাটক। পঞ্চম বলে আলি আউট করে দেন নাসিমকে। ফলে শেষ বলে ১ রান দরকার পড়ে ইসলামাবাদের। নাসিম শাহ শেষ করে আসতে না পারলেও তার ভাই হুনাইন শাহ শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দেন। উল্লাসে ফেটে পড়ে ইসলামাবাদ শিবির।

এদিকে করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতানস। অবশ্য শুরুটা ভালো হয়নি মুলতানের। ১৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ইয়াসির খান ও ডেভিড উইলি। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন উসমান খান ও মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান আউট হলে ভেঙে যায় ওই জুটি। অর্ধশতক হাঁকানোর পরে বেশিক্ষণ টেকেননি উসমানও।

উসমান আউট হন ৫৭ রান করে। ৪০ বলের দুর্দান্ত এই ইনিংসের সমাপ্তি ঘটান শাদাব খান। তারপর মুলতানের হাল ধরেন ইফতিখার আহমেদ। তবে তিনিও যোগ্য সঙ্গী পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান। চ্যাম্পিয়ন হতে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় ইসলামাবাদ।

১৩ বলে ১৭ রান করে আউট হন ওপেনার কলিন মানরো। আগা সালমান ও শাদাব দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ইসলামাবাদ। তবে মার্টিন গাপটিল ও আজম খান তা ভালো ভাবেই সামাল দেন। দলের জয়ের বন্দর গড়ে দিয়ে রান-আউট হন গাপটিল। বিদায়ের আগে করেন ৩২ বলে ৫০ রান। গাপটিলের ব্যাট থেকে আসে চারটি চার ও তিনটি ছক্কা।