, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের সব রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিক সমিতির

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১০:৩১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১০:৩১:৪৫ পূর্বাহ্ন
দেশের সব রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিক সমিতির
এখন রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব অভিযান বন্ধ করে রেস্তোরাঁগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, যদি রাজউকের অভিযান বন্ধ না করা হয় তাহলে প্রতীকী হিসেবে একদিন দেশের সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচি দেওয়া হবে।

গতকাল সোমবার (১৮ মার্চ) রাজধানীতে রাজউকের অভিযানের প্রতিবাদে রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন তিনি। ইমরান হাসান বলেন, এখন পর্যন্ত ৮০০ আর সরকারি হিসেবে ২৫০ এর মতো রেস্তোরাঁ বন্ধ হয়েছে। রাষ্ট্রযন্ত্র একটি ব্যবসায়ী খাতকে এভাবে ধ্বংস করতে পারে না।
 
গত মঙ্গলবার (১২ মার্চ) হোটেল, রেস্টুরেন্টে হয়রানিমূলক বা এলোমেলোভাবে অভিযান পরিচালনা না করে আইন অনুযায়ী সেটি করতে বলেন হাইকোর্ট। এ ছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়।

এদিকে রাজধানী ঢাকায় হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে সোমবার (১১ মার্চ) রিট করা হয়। রিটে হোটেল, রেস্টুরেন্টে পরিচালনায় সব শর্ত পূরণে সময়ও চাওয়া হয়। এর আগে রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বেইলি রোডসহ রাজধানীতে সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস